রাজ্যে এল আরও কোভ্যাকসিন, সোম থেকেই পাওয়া যাবে ‘স্পুটনিক ভি’

নিজস্ব সংবাদদাতা : করেনার বাড়বাড়ন্তে যখন টিকাকরণ নিয়ে চিন্তিত প্রশাসন, তখন রাজ্যে এল আরও ৮০ হাজার কোভ্যাকসিন। এদিন কেন্দ্রের থেকে পাঠানো টিকা এসে পৌঁছয় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে। রাজ্যের প্রতিটি মানুষকে টিকাকরণ করতে এখনও দরকার প্রচুর ভ্যাকসিন। জানা গিয়েছে এখন প্রায় ২৩ লক্ষের কাছাকাছি টিকার ডোজ রয়েছে রাজ্যের কাছে। যা একেবারেই যথেষ্ট নয়। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ করা হয়েছে ১ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষকে। প্রতিদিন টিকাকরণের জন্য হাহাকার পড়ে যাচ্ছে। কোথাও কোথাও উত্তেজনা এমন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে পুলিশ প্রশাসনকে আসতে হচ্ছে নিয়ন্ত্রণে আনতে।
A few glimpses from today’s Drive in Vaccination at Quest Mall in the esteemed presence of Hon Chairman, BOA, KMC Shri @FirhadHakim.
Citizens can now book their slots from our Whatsapp Bot & easily get vaccinated just by driving in on their allotted date & time#KMCFightsCorona pic.twitter.com/FoWp0ViVdb— Kolkata Municipal Corporation (@kmc_kolkata) June 4, 2021
এরই মধ্যে আজই কলকাতা পুরসভার উদ্যোগে চালু হয়েছে ‘ভ্যাকসিনেশন অন হুইল’। এই কর্মসূচির উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। লেক মার্কেট এবং কোয়েস্ট মলের সামনে গাড়ি দাঁড় করিয়ে শুরু হয়েছে টিকাকরণ। লেক মার্কেট, লেক মল এবং কোয়েস্ট মলের দোকানদার, কর্মীদের টিকাকরণের ব্যবস্থা হয়েছে।
অন্যদিকে আগামী সোমবার থেকেই রাজ্যে পাওয়া যাবে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। এরজন্য যোগাযোগ করতে হবে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। এখান থেকে স্পুটনিক ভি-র দুটি করে ডোজ দেওয়া হবে। প্রতিটি ডোজের দাম পড়বে ১ হাজার ২৫০ টাকা।
Comments are closed.