Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

লেওয়ানডোস্কির নতুন রেকর্ড! পোল্যান্ডের কাছে আটকে গেল স্পেন

সাম্যজিৎ ঘোষ

ইউরোর দ্বিতীয় ম্যাচেও ১-১ গোলে পোল্যান্ডের বিরুদ্ধে আটকে গেল স্প্যানিশ আর্মাদা। টানা দুই ম্যাচে ড্র করায় গ্রুপ ‘ই’ থেকে নক আউট পর্বে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে গেল লুইস এনরিকের ছেলেদের। গোটা ম্যাচে বিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করেও জয় অধরা থেকে গেল মোরাতাদের। সেই তিকিতাকা ফুটবলের ঝলক দেখা যায়নি স্পেনের ফুটবলে। অন্যদিকে পোল্যান্ড সীমিত ক্ষমতা নিয়েও পিছিয়ে পড়ে পয়েন্ট ছিনিয়ে নিল দু’বারের চ্যাম্পিয়নদের থেকে। তবে স্পেনের আটকে যাওয়ার রাতেই নজির গড়লেন একাধিক পোল্যান্ড ফুটবলার।

- Sponsored -

পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কি এই মুহূর্তে মতান্তরে বিশ্বের সেরা স্ট্রাইকার। এ মরশুমে বুন্দেশলিগায় গার্ড মুলারের এক মরশুমে করা সর্বাধিক গোলের রেকর্ড ভেঙেছেন পোলিশ স্ট্রাইকার। এবার ইউরোয় জাতীয় দলের হয়েও নজির গড়লেন ৩২ বছর বয়সি ফুটবলার। প্রথম পোলিশ ফুটবলার হিসাবে তিনটি ইউরোয় (২০১২, ২০১৬, ২০২০) গোল করার অনন্য নজির গড়লেন এই ম্যাচে গোল করে। লেওয়ানডোস্কির পাশাপাশি নজির গড়লেন পোল্যান্ডের তরুণ মিডফিল্ডার ক্যাসপার কোসওস্কিও। মাত্র ছয়দিন আগে ইউরোয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়েছিলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম (১৭ বছর ৩৪৯ দিন)। এবার স্পেনের বিরুদ্ধে মাঠে নেমে তাঁর রেকর্ড ভাঙলেন কোসওস্কি (১৭ বছর ২৪৬ দিন)।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.