South 24 Parganas Flood নিম্নচাপ আর কটালের জোড়া ফলায় নদীবাঁধ ভেঙে প্লাবিত সাগরের বিস্তীর্ণ এলাকা
নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কটালের জোড়া ফলায় নদীবাঁধ ভেঙে প্লাবিত সাগরের বিস্তীর্ণ এলাকা। ভেঙেছে সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনির নদীবাঁধ।
মানালি মণ্ডল : উত্তর বঙ্গোপসাগরের তৈরি গভীর নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। একটানা ভারী থেকে অতি বৃষ্টির কারণে ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে কাঁচা মাটির নদীবাঁধ। নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কটালের জোড়া ফলায় সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনির নদীবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। প্রায় ১৫০ মিটারের মতো মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে যায় পূর্ণিমার জোয়ারের জলে। পাশাপাশি নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার সমগ্র এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে।
সাগরের মুড়িগঙ্গা নদীর জলের কচুবেরিয়া বেশ কয়েকটি বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত বিঘের পর বিঘের চাষের জমি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে বানভাসি মানুষদের জন্য। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বানভাসি এলাকায় চলছে নজরদারি।
সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, যে সমস্ত এলাকায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সে সমস্ত এলাকায় দ্রুতগতিতে নদীবাঁধ মেরামতির কাজ চলছে। পাশাপাশি এলাকার বানভাসি মানুষদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ শিবির। যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজ চালানো হচ্ছে।
South 24 Parganas Flood
Comments are closed.