দুবাইতে মহারাজ! আইপিএল পরিকাঠামো পরিদর্শন, উদ্বোধনেও থাকবেন সৌরভ
সৌরভ রায়
আইপিএল শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে।
বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল”-সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখছেন বোর্ড প্রেসিডেন্ট। মূলত টুর্নামেন্ট শুরুর আগে করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছেন সৌরভ। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করাই ছিল বোর্ডের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
BCCI President @SGanguly99 visits Sharjah Stadium for final round of inspection ahead of @IPL 2020 pic.twitter.com/Sv5ixIi2yh
— XtraTime (@xtratimeindia) September 14, 2020
১৯ সেপ্টেম্বর আবুধাবিতে গত বছরের চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। আইপিএলে খরচ কমাতে বোর্ড প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন সৌরভ। শুধু ম্যাচ হবে। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। ২৩ সেপ্টেম্বর ভারতে ফিরে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
Comments are closed.