২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন সৌরভের

অমিয় রায়
চলতি বছরের ৭ অগস্ট কোভিড ১৯-এর জন্য বাতিল হয়ে গিয়েছিল ২০২০ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। যেটা হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। তবে করোনা ভাইরাসের কারণে সেটি বাতিল করা হয়। ফলে সেদিনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে, ২০২০ সালের বিশ্বকাপ বাতিল হলেও ২০২১ সালে সেই বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এমনটাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বোঝা-পোড়া করে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নেপথ্যে ছিলেন সভাপতি সৌরভ। আবার ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে হবে। পরের বছরই ২০২৩ সালে ভারতের মাটিতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। দুবাইয়ে আইসিসির টি২০ ২০২১ সালের বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বোর্ডের সচিব জয় শাহ। হাজির ছিলেন আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু সাওনে। সবার উপস্থিতিতে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপের ঘোষণা ও ট্রফি উন্মোচন করল আইসিসি।
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আইসিসির ইভেন্ট করাটা সত্যি গর্বের বিষয়। ক্রিকেটার হিসাবে আইসিসির বড় টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করেছি। এবার কর্মকর্তা হিসাবে করব। এতগুলো খেলা, পুরো বিশ্বের লোক বিশ্বকাপের মতো ইভেন্টে ব্যস্ত হয়ে পড়েন। এটাই অনেক বড় জিনিস। তাই বিসিসিআই কোনও ত্রুটি রাখবে না বিশ্বকাপ আয়োজনে।’
Comments are closed.