‘আয়নাতে মুখ দেখুন’, শুভেন্দু অধিকারীকে নিশানা সৌমিত্র খাঁর

নিজস্ব সংবাদদাতা : আচমকাই বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। মোদি মন্ত্রিসভা সম্প্রসারণ আগেই নিজের ফেসবুক পেজে সৌমিত্র লেখেন, ‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আগামী দিনে বিজেপিতে থাকব, ভারত মাতা কি জয়।’
যুব মোর্চার সভাপতি পদে ইস্তফার পরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় একহাত নিলেন সৌমিত্র খাঁ। ভিডিও বার্তায় সৌমিত্র বলেন, ‘দল এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। দিল্লিতে বারবার গিয়ে উল্টো কথা বলা… তিনি একমাত্র আত্মত্যাগ করেছেন, আর কেউ করেননি, এমন না। এক জায়গায় দুটো লিডার, ঠিক। যেভাবে অধিকার অধিকার করছে, অধিকারী অধিকারী করছে, তাতে আমি হতাশ। যিনি বিরোধী দলনেতা হয়েছেন, তাঁকে বলব, আয়নাতে মুখ দেখুন। আপনার চেয়ে আমাদের আত্মত্যাগ কম নয়।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মোদি মন্তিসভায় বাংলা থেকে নিশীথ অধিকারী, শান্তনু ঠাকুর, জন বারলা এবং সুভাষ সরকার ঠাঁই পেলেও শিকে ছিড়ল না তাঁর। সে কারণেই দলকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপুরের সাংসদ।
Comments are closed.