Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“পড়ুয়াদের কথা শুনুন,” নিট-জেইই জট কাটাতে কেন্দ্রকে পরামর্শ সনিয়া গান্ধির

জয়দীপ সেন

পড়ুয়াদের কথা শুনুন। নিট-জেইই জট কাটাতে কেন্দ্রকে এমন পরামর্শ দিলেন সনিয়া গান্ধি। শুক্রবার একটা ভিডিয়ো বার্তা কংগ্রেসের সরকারি ট্যুইটারে প্রকাশ করা হয়। সেই বার্তায় দলের সভানেত্রী বলেছেন, “আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা, আমি তোমাদের অবস্থা অনুভব করতে পারছি। কারণ তোমরা এখন সঙ্কটের মধ্যে পড়েছ। কবে, কীভাবে পরীক্ষা হবে, এ নিয়ে তোমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এটা শুধু তোমাদের নয়, পরিবারের কাছেও উদ্বেগজনক।” তিনি জুড়েছেন, “তোমরা আমাদের ভবিষ্যৎ। উন্নত ভারত গড়তে আমরা তোমাদের প্রতি নির্ভরশীল। তাই এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হবে, আশা করি তাতে তোমাদের সহমত থাকবে। আশা করব সরকার তোমাদের কথা শুনবে, আর সেভাবে ব্যবস্থা নেবে। এটাই সরকারের কাছে আমার পরামর্শ। ধন্যবাদ, জয় হিন্দ।”

- Sponsored -

এদিকে, সরকারি ব্যর্থতার জন্য নিট-জেইই প্রত্যাশীদের সঙ্গে আপস করা উচিত হবে না। শুক্রবার এ ভাষাতেই সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। শিক্ষা মন্ত্রকের সুপারিশে সুপ্রিম কোর্ট এই দুটি সর্বভারতীয় পরীক্ষা আয়োজনে সিলমোহর বসিয়েছে। সেপ্টেম্বরের নির্ধারিত দিনেই এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে, নিট-জেইই আয়োজনে সরকারি এই তৎপরতাকে কাঠগড়ায় তুলে রাহুলের ট্যুইট, “নিট-জেইই প্রত্যাশীদের নিরাপত্তা সরকারি ব্যর্থতার জন্য আপস করা উচিত নয়। সরকারের প্রতি শরিকের সঙ্গে আলোচনা করে ঐক্যমতে পৌঁছনো উচিত।” পড়ুয়াদের প্রতি বার্তা দিতে গিয়ে রাহুল ট্যুইটে লেখেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা ছাত্র আর তোমরা দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।” কেন্দ্রের সরকারের প্রতি ক্ষোভ উগরে তাঁর সংযোজন, “আমি বুঝতে পারছি না কেন তোমাদের শিখণ্ডি খাড়া করা হচ্ছে। কেন আরও বেদনা চাপিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রদের ওপর সরকার কেন সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে? এটা গুরুত্বপূর্ণ সরকার ছাত্রদের কথা শুনে চলুক।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.