Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জেল হেফাজতে মৃত্যু অশীতিপর সমাজকর্মী স্ট্যান স্বামীর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব সংবাদদাতা : জেল হেফাজতে মৃত্যু অশীতিপর সমাজকর্মী স্ট্যান স্বামীর। কেন্দ্রকে বারবার জামিনের আর্জি জানিয়েও অবশেষে জেলেই মৃত্যু হল আদিবাসীদের অধিকারের লড়াইয়ে নিবেদিত প্রাণ ফাদারের। শহুরে মাওবাদী তকমা দিয়ে গত বছর অক্টোবরে ৮৪ বছরের স্বামীকে গ্রেফতার করে এনআইএ। ভীমা কোরেগাঁও হাঙ্গামাতেও উসকানি ছিল ফাদারের, এমনই অভিযোগ আনে এনআইএ।

- Sponsored -

নবি মুম্বইয়ের তালোজা সংশোধনাগার থেকে ভিডিও কলে মাস দুয়েক আগে সমাজকর্মী স্ট্যান আবেদন জানিয়েছিলেন তাঁর জামিন মঞ্জুর করার জন্য। জানিয়েছিলেন জামিন না দিলে তিনি এতটাই অসুস্থ যে জেলেই মৃত্যু হবে তাঁর। গত সপ্তাহে ফের জামিনের আর্জি জানিয়েছিলেন পার্কিনসন রোগে আক্রান্ত পাদ্রি স্ট্যান স্বামী। রবিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ট্যান স্বামীকে হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে তাঁর জামিনের শুনানি হওয়ার কথা ছিল। শুনানির শুরুতেই তাঁর আইনজীবী আদালতকে জানান, শুনানির আর দরকার নেই। তাঁর মক্কেলের জামিন লাগবে না আর। দুপুর দেড়টায় মারা গিয়েছেন স্ট্যান স্বামী।

বারবার জামিনের আবেদন জানানোর পরও কেন্দ্রের মোদী সরকার কর্ণপাত করেনি অশীতিপর সমাজকর্মী স্ট্যান স্বামীর আর্জি। তাঁর মৃত্যু খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড়।

 

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.