স্কিল ইন্ডিয়া। গলা সমান জলে ছুটছে অভিনব বাইক
বেঙ্গল ফাস্ট : স্কিল ইন্ডিয়া (Skill India)। অভিনব বাইক আবিষ্কার করে তাক লাগিয়ে দিল ভারতের দুই যুবক। অবিনাশ শরণের ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ”আগে কখনও দেখেননি!! ‘জুগাড়’ সত্যিই ভাল।” ভিডিয়োয় দেখা যাচ্ছে গলা সমান জলে সমানতালে চলছে এগিয়ে চলেছ দুটি মোটরবাইক। অবাক হচ্ছেন! চিন্তার কিছু নেই আপনিও চেষ্টা করলে অবশ্যই পারবেন।
অভিনব এই বাইকের সাইলেন্সার পাইপ বেশ উঁচু করে তৈরি হয়েছে এই বাইকে। আর পেট্রোল ট্যাঙ্ক বাইকের হ্যান্ডেলের কাছে এক জায়গায় বেশ উঁচু করে লাগানো। সাইলেন্সার ও জ্বালানি এই দুটির স্থান পরিবর্তন করে বাজিমাত ভারতের দুই যুবকের। এই অভিনব বাইকে সওয়ারি নিয়ে অনায়াসেই জল ঠেলে এগিয়ে চলেছেন তারা। যেন ভুবন জয় করেছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দেখুন সেই ভিডিয়ো–
Have never seen before !!
‘Jugaad’ at it's best.😀👌👍
VC: SM
(It may be dangerous to try) pic.twitter.com/sTP0BYvpnL— Awanish Sharan (@AwanishSharan) August 11, 2020
Comments are closed.