Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যে করোনায় মৃত্যু ১০০ ছুঁইছুঁই! আক্রান্ত ১৭ হাজারের বেশি

নিজস্ব সংবাদদাতা : করোনায় ক্রমশ জটিল পরিস্থিতি রাজ্যে। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১০০ ছুঁইছুঁই! স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৯৬জনের মৃত্যু। যা দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ।

- Sponsored -

কলকাতায় ১ দিনে মারা গিয়েছেন ২৮ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ৭জনের মৃত্যু, সংক্রমিত হয়েছেন ৯৭৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯২২জন, মৃত ৩। হুগলিতে একদিনে সংক্রমিত ৮৮২জন, মৃত্যু হয়েছে ১৪জনের। এদিকে দার্জিলিঙে করোনা সংক্রমণ চিন্তায় ফেলেছে জেলা প্রশাসনকে। দার্জিলিঙে একদিনে সংক্রমিত ৪০০জন, আর মৃত্যু হয়েছে ৭জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। এর মধ্যে সংক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬২৪।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.