অসুস্থ ভাস্কর গঙ্গোপাধ্যায়! কিংবদন্তি গোলরক্ষকের খবরে উদ্বিগ্ন ক্রীড়ামহল

নিজস্ব সংবাদদাতা : জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়। তবে জ্বর থাকলেও করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার রাতে আইসিইউ-তে পর্যবেক্ষণে ছিলেন তিনি। আজ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় পরামর্শ নেওয়া হবে হৃদরোগ বিশেষজ্ঞর। তাঁর অক্সিজেন লেভেল ঠিকঠাকই রয়েছে বলে জানা গেছে। কিংবদন্তি এই প্রাক্তনের অসুস্থতার খবরে চিন্তিত ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য-সমর্থকরা থেকে ক্রীড়ামহল।
Comments are closed.