এখনও ‘বিধায়ক’ শুভেন্দু অধিকারী, ইস্তফাপত্র গ্রহণ করলেন না স্পিকার

নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পদ্ধতিগত ত্রুটি থাকায় ইস্তফাপত্র গ্রহণ হয়নি বলেই জানিয়েছেন স্পিকার।
আগামী ২১ ডিসেম্বর সোমবার দুপুর দুটোর সময় শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি শুভেন্দুর ইস্তফাপত্রে সন্তুষ্ট হতে পারিনি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা, তাঁর পদত্যাগপত্র আসল কিনা, এসব করেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিধানসভায় স্পিকার না থাকার কারণে তাঁর ইস্তফাপত্রটি সচিবালয়ে জমা দেন। পরে ইস্তফাপত্রটি মেল করেন স্পিকারকে। বিমানবাবু জানিয়েছেন, ‘আমার সচিবালয় থেকে আমি শুভেন্দু অধিকারীর যে ইস্তফাপত্র পেয়েছি তাতে কোনও তারিখের উল্লেখ নেই। বিধানসভার রুলবুকে ইস্তফার যে বয়ান লেখা আছে তার সঙ্গে শুভেন্দুর চিঠির বয়ান মেলে না। এমনকী ইমেলেও তারিখের উল্লেখ নেই। তাই আগামী সোমবার বেলা দুটোর সময় সশরীরে শুভেন্দুকে হাজিরা হতে বলা হয়েছে।’
Comments are closed.