Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিধাননগরে গেস্ট হাউসে চলল গুলি, আহত ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা : রবিবার রাতে বিধাননগরে BJ-7 ব্লকের একটি গেস্ট হাউসে চলল গুলি। বিধাননগর পূর্ব থানা এলাকার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনপ্রীত দীপা সিং নামে এক ব্যবসায়ী। গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপর বিধননগর পূর্ব থানায় ফোন করে ঘটনার খবর দেয় ওই গেস্ট হাউসের আধিকারিকরা।

- Sponsored -

পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা মনপ্রীত এবং সানি সিং নামে দুই ব্যবসায়ী লুধিয়ানা থেকে বিধাননগর পূর্ব থানা এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন। রাতে এক সঙ্গে খাওয়া দাওয়ার পর আচমকাই মনপ্রীত দীপা সিংয়ের উপর গুলি চালায় সানি সিং। গুলি লাগে মনপ্রীতের পেটে। গুরুতর আহত ব্যবসায়ী মনপ্রীত দীপা সিংকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। রাতেই সানি সিংকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। সানি সিংকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছ বিধাননগর পূর্ব থানা। তবে কী কারণে সঙ্গী ব্যবসায়ী মনপ্রীতের ওপর গুলি চালায় সানি সিং, তার তদন্ত করছে পুলিশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.