জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা : মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। স্বাস্থ্যজনিত কারণেই পদত্যাগ বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আবে। ৬৫ বছরের শিনজো আবে দীর্ঘদিন আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে দু’-দু’বার হাসপাতালে যাওয়ায় প্রধানমন্ত্রী পদে পদত্যাগের গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে। তারপরেই আজ লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকে প্রধানমন্ত্রী পদে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন আবে।
জাপানে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড করেছেন আবে। তিনি পদত্যাগ করছেন শুনে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী পদে শিনজোর আবের পর জাপানের ব্যাটন কে ধরবে ইতিমধ্যে তা নিয়ে অনেকগুলি নামও উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল অর্থমন্ত্রী তারো আসো এবং মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহিদে সুগা। ইতিমধ্যে আবে পদত্যাগ করছেন শুনেই টোকিও-র শেয়ার বাজারে সূচক নেমেছে দুই শতাংশের বেশি।
পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে শিনজো আবে বলেন, ‘‘দেশবাসীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আমার প্রধানমন্ত্রী থাকা চলে না। তাই মেয়াদ শেষ হতে এখনও একবছর বাকি থাকলেও, পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
Comments are closed.