Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মেদিনীপুরে ‘সময় বাংলা’ আয়োজিত শারদ সম্মান ঘোষিত  

নিজস্ব সংবাদদাতা : ঘোষিত হল ‘সময় বাংলা’ আয়োজিত শারদ সম্মানের ফলাফল। সময় বাংলা ও সহযোগীদের​ উদ‍্যোগে আয়োজিত  এবছরের পুজো পরিক্রমায় সেরার সেরা হয়েছে মেদিনীপুর শহরের তিনটি পুজো কমিটি। প্রতিমা, মণ্ডপসজ্জা ও পরিবেশে সচেতনতার উপর নির্ভর করে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান পেয়েছে সৃজনী, দ্বিতীয় স্থান সংযুক্ত পল্লি ও তৃতীয় স্থান দেশবন্ধুনগর পূজা কমিটি। এবারের সময় বাংলা পূজো পরিক্রমায় সহযোগী হিসেবে ছিলেন পাবলিক প্রসিকিউটার, নির্ভীক কালচারাল ফোরাম ও আরশি।

- Sponsored -

পরিক্রমায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুমন রোম, মণিকাঞ্চন রায়, ফারুক মল্লিক, জয়ন্ত মণ্ডল, শেষাদ্রী মিশ্র, নিসর্গ নির্যাস, অরিজিৎ সিনহা, নন্দিনী মুখার্জি, অয়ন দাশ, স্বাতী দে, সৌরভ কোনার, সঞ্চিতা কোনার মধুশ্রী সিনহা প্রমুখ। পুরস্কার হাতে পেয়ে পুজো মণ্ডপগুলি সময় বাংলা, নির্ভীক কালচারাল ফোরাম, পাবলিক প্রসিকিউটর ও আরশির ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন এ ধরণের পুরস্কার আগামী দিন তাদের আরও সুন্দর ভাবে গুছিয়ে পূজা করতে ও ভালো কাজ করাতে উৎসাহ যোগাবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.