দেবীপক্ষে উপস্থাপিত ‘জাগো মা’
নিজস্ব সংবাদদাতা : প্রকৃতি জুড়ে শরৎ এলেও উৎসব কেমন যেন থমকে দাঁড়িয়েছে। তবুও করোনা আবহের মধ্যেই শারদোৎসবকে স্বাগত জানাতে দেবীপক্ষের সূচনায় নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ‘নৃত্যাঙ্গনা’র ঐকান্তিক প্রয়াসে এবং ‘সময় বাংলা’র কর্ণধার জয়ন্ত মণ্ডলের বিশেষ প্রয়াসে আয়োজিত হল বিশেষ শারদ আবাহনী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জাগো মা’।
মেদিনীপুর শহরের উপকণ্ঠে আবাস পাখিবাগানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যপ্রশিক্ষিকা, নৃত্যশিল্পী অন্তরা সরকারের তত্বাবধানে ও পরিচালনায় নৃত্য পরিবেশন করলেন কঙ্কনা মণ্ডল, রকি ভুঁইয়া, তিয়াষা দে, শালিনী দে, শ্রদ্ধা মণ্ডল, অর্পিতা অধিকারী, সুদীপ্তা দাস, সৃজিতা চক্রবর্তী, খুশি দেবনাথ ও ঈপ্সিতা ভুঁইয়া প্রমুখ। গোটা অনুষ্ঠানটি সম্প্রচারিত হল সময় বাংলার পর্দায়।
Comments are closed.