Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জমল না নাইটশো, আবুধাবিতে রোহিতের মুম্বইরাজ

সৌরভ রায়

গতবারের চ্যাম্পিয়নদের সামনে ধরাশায়ী কেকেআর। ৪৯ রানে জিতে আইপিএলে প্রথম জয় মুম্বইয়ের। হিটম্যান মুম্বই অধিনায়কের দাপুটে ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারল না কেকেআরের বোলাররা। কেকেআর দলের সাড়ে ১৫ কোটির সর্বাধিক দামি ক্রিকেটারকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। ৫৪ বলে বিধ্বংসী ৮০ রানের ইনিংস খেলে নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বইকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন হিটম্যান। ৬টি ছক্কা ও ৩টি বাউন্ডারির সাহায্যে এদিন মারকাটারি ইনিংস খেললেন রোহিত। আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কার ক্লাবেও ঢুকে পড়লেন তিনি।

- Sponsored -

অন্যদিকে ভালো খেলেও অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে নেমে ২৮ বলে সূর্য ৪৭ রানের ইনিংস খেলেন। একটা সময় মনে হচ্ছিল ২২০ রানে পৌঁছে যাবে মুম্বই। কিন্তু শিবম মাভি ও রাসেলের বলে শেষ কয়েকটি ওভারে রান কিছুটা কমে যাওয়ায়, ২০০ -এর আগেই থেমে যায় রোহিতের দলের ইনিংস। ম্যাচ জিততে নাইট রাইডার্সের টার্গেট ছিল ১৯৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ছন্নছাড়া ব্যাটিং করে গেল নাইটদের গোটা দলই। শুরুতেই ফিরে যান সুনীল নারিন ও শুভমন গিল। কিছুটা রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অধিনায়ক দীনেশ কার্তিক ও নীতীশ রানা। তবে খুব বেশি সময় ধরে রাখতে পারেননি তাঁরা। এরপর দ্রুত গতিতে উইকেট ছুড়ে দিয়ে চলে যান দলের দুই তারকা ইয়ন মরগ্যান ও আন্দ্রে রাসেল। এক ওভারে রাসেল ও মর্গ্যানকে আউট করে ম্যাচের রাশ রোহিতের হাতে তুলে দেন বুমরাহ। এরপর বিশাল রানের সামনে চাপের মুখে একের পর এক উইকেট হারিয়ে, ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানেই থেমে যায় নাইটশো। ৪৯ রানে ম্যাচ জিতে নিয়ে বাজিমাত করে রোহিতের দল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.