মেদিনীপুরে এসএফআই-এর পঞ্চাশ বছর পূর্তি উৎসব
নিজস্ব সংবাদদাতা : আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত হল এসএফআই-এর পঞ্চাশ বছর পূর্তি উৎসব।স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র– এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা, সংগ্রাম ও প্রগতির আন্দোলনের পথে গত পঞ্চাশ বছর ধরে এগিয়ে চলেছে বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। ১৯৭০ সালে প্রতিষ্ঠা হওয়া এই সংগঠন এবছর পঞ্চাশ বছর পূর্ণ করল। এই উপলক্ষে গোটা দেশজুড়ে সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।তারই সূত্র ধরে সোমবার ঐতিহাসিক মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর হলে এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হল।
সভাশেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। বিদ্যাসাগর হল থেকে শোভাযাত্রা শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে ফের বিদ্যাসাগর হলে এসে শেষ হয়। রণপা, ধমসা, মাদল-সহ ছাত্র-ছাত্রীদের দৃপ্ত মিছিল, স্লোগানে মুখরিত হল মেদিনীপুর শহরের রাজপথ। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র লেখা এবং লাল তারকা খচিত শ্বেতপতাকাবাহী মিছিল এগিয়ে চলল রাজপথ ধরে। মিছিলের বিভিন্ন বিগ্রেডগুলি ছাত্র শহিদ অভিজিৎ মাহাত-পার্থ বিশ্বাস-ফুলচাঁদ মাহাত- তিলক টুডু- জুলফাই মল্লিক-সমীরণ ভট্টাচার্যের নামে নামাঙ্কিত করা হয়েছিল। এদিনের এই শোভাযাত্রায় সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
বিভিন্ন ছাত্র শহিদের পরিবার পরিজনদের মঞ্চে তুলে সম্মাননা জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষ থেকে। বিদ্যাসাগর হলের অনুষ্ঠানের শেষলগ্নে নৃত্যের মাধ্যমে ছাত্র আন্দোলনের অগ্রগতির উপর আধারিত একটি মনোজ্ঞ দৃশ্যায়ন উপস্থাপন করেন সৃজনভূমির নৃত্যশিল্পীরা।
Comments are closed.