আগামী সপ্তাহেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শুভেন্দু-সহ একাধিক নেতার: সূত্র
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দলত্যাগের জুজু তাড়া করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। একদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী, রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী-সহ একাধিক তৃণমূল নেতা।
বিজেপি সূত্রের খবর, আগামী সপ্তাহেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের তালিকায় রয়েছে একাধিক বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। তবে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নেতার নাম শুভেন্দু অধিকারী। বেশ কয়েকমাস ধরে দলহীন নেতা হিসেবে জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। আবার দু’দিন আগেই প্রকাশ্য সভায় বলেন, “মুখ্যমন্ত্রী তাড়িয়ে দেননি, আমিও দল ছাড়িনি।” তবে তার পরদিনই হঠাৎ করেই এইচআরবিসি চেয়ারম্যান পদে ইস্তফা দেন এবং তার পরদিন রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিজেপি নেতারা। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই এই যোগদান হতে চলেছে বিজেপি সূত্রের খবর।
এদিকে শনিবার তৃণমূল কংগ্রেসের বৈঠকে গরহাজির ছিলেন মৌসম বেনজির নূর। শুভেন্দু অধিকারীর হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। তাহলে মালদার এই হেভিওয়েট রাজনৈতিক পরিবারের সদস্য কি বিজেপির পথে? সে প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে বিজেপির আগ্রাসনের থাবায় তৃণমূলের বড়সড় ভাঙন যে দোরগোড়ায়, তা এককথায় মেনে নিচ্ছেন বিজেপি নেতারা।
বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেসকে ভাঙিয়ে নিজেদের দলে টানার কৌশল নিয়েছে বিজেপি। ঘাসফুল ছেড়ে পদ্ম বাগানে অভিষেক হয়েছে একাধিক তৃণমূল নেতার। দিন যতই এগোবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকা দীর্ঘ হবে বলে দাবি করেছেন বিজেপি নেতারা।
Comments are closed.