মুম্বইয়ের ৫৭ শতাংশই বস্তিবাসী করোনা সংক্রমিত, সেরোলজিক্যাল রিপোর্টে চাঞ্চল্য

বেঙ্গল ফাস্ট : নীতি আয়োগ, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ও টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ যৌথ সেরোলজিক্যাল সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুম্বই পুর এলাকার বস্তিতে বসবাসকারী প্রায় ৫৭ শতাংশই করোনা ভাইরাসে আক্রান্ত।
মুম্বইয়ে বসবাসকারী ৭ হাজার মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে করা হয়েছে এই সার্ভে। লক্ষ্য করা গেছে, শহর এলাকায় বসবাসকারী ছয় ভাগের এক ভাগ বা প্রায় ১৬ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন কোভিডে। পাশাপাশি বাণিজ্যনগরীর ঘিঞ্জি বস্তি ধারাভি এলাকার ৫৭ শতাংশ মানুষই সংক্রমণের শিকার। এদের অধিকাংশই উপসর্গহীন বলেই জানা গেছে। সার্ভেতে প্রকাশ, পুরুষদের তুলনায় বেশি সংখ্যক মহিলার মধ্যেই অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। ঘিঞ্জি এলাকায় থাকার পাশাপাশি একই শৌচাগার ব্যবহার করার ফলেই করোনার সংক্রমণ বেশি ছড়িয়েছে বলেই রিপোর্টে উল্লেখ।
দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মারাঠাভূমেই। আর মুম্বই শহরে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ বসবাস করেন। মহরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৭২৩ জন। মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪ হাজার ১৬৫ জন। এরইমধ্যে যৌথ সেরোলজিক্যাল রিপোর্ট প্রকাশ হতেই যথেষ্ঠ চিন্তায় ফেলল চিকিৎসকমহলে।
Comments are closed.