Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হাওড়ার ডোমজুড়ে সাতদিনব্যাপী মেলা শুরু, হাজির সাধুসন্তরা

নিজস্ব সংবাদাতা : গঙ্গাসাগর মেলার আগে হাওড়ার প্রত্যন্ত গ্রাম ডোমজুড়ে লক্ষ্মণপুরে সাতদিনব্যাপী মেলা শুরু হল আজ থেকে। প্রতি বছরের মতো এ বছরেও মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন প্রায় ৩০০-রও বেশি সাধুসন্ন্যাসীরা। মেলায় ভিড় হয় আরও বেশি। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের জনসমাগম হয় এই মেলায়।

- Sponsored -

মূলত এই মেলায় তারা মায়ের পূজা ও সপ্তাহব্যাপী সাধুসন্তের সমাগম হয়। সাধুদের মধ্যে অনেকেই নাগা সন্ন্যাসী। মেলার মূল উদ্যোক্তা সুবীর নস্কর জানান, ‘এই এলাকাতে পথের ধারে স্বপ্নাদেশে তৈরি হয় মায়ের মন্দির আনুমানিক ১০০ বছর আগে। সাধুসন্তদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণের জন্য ছুটে আসেন বহু মানুষ। সবমিলিয়ে গঙ্গাসাগরের আগে হাওড়া ডোমজুড় হয়ে ওঠে এক মিলন স্থল।’

উৎসবে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার মন্ত্রী তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডোমজুড়ের এই তারা মা মন্দির যাতে বড় তীর্থস্থান বা পর্যটন কেন্দ্র হতে পারে সেই দিকে তিনি নজর দেবেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.