কোভিশিল্ড-কোভ্যাক্সিনকে অনুমোদন ডিসিজিআই-এর, গবেষক ও বিজ্ঞানীদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর
রমেন ঘোষ
প্রতীক্ষার অবসান। ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিশিল্ড-কোভ্যাকসিনকে অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। ‘দুটি টিকাই ১০০ শতাংশ সুরক্ষিত। নিয়ন্ত্রিত জরুরি প্রয়োগের জন্য এই দু’টি টিকাকে অনুমোদন দেওয়া হল।’, বলে এদিন সকালে সাংবাদিক সম্মেলনে জানান ড্রাগ কনট্রোলার জেনারেল ভিজে সোমানি।
Vaccines of M/s Serum and M/s Bharat Biotech are being approved for restricted use in emergency situation and permission is being granted to M/s Cadila Healthcare for conduct of the Phase III clinical trial: DCGI
Details: https://t.co/eGymWcWYm5 pic.twitter.com/xhRbhMMx1c
— PIB India (@PIB_India) January 3, 2021
আগেই সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’– এই দুই টিকাকে ছাড়পত্র দেয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। অপেক্ষা ছিল চূড়ান্ত ছাড়পত্রের। এদিন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সেই ছাড়পত্র দিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগে সম্মতি দিল। সেইসঙ্গে জাইদাস ক্যাডিলা হেলথকেয়ারের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালেও দেওয়া হল ছাড়পত্র।
A decisive turning point to strengthen a spirited fight!
DCGI granting approval to vaccines of @SerumInstIndia and @BharatBiotech accelerates the road to a healthier and COVID-free nation.
Congratulations India.
Congratulations to our hardworking scientists and innovators.
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
‘কোভিশিল্ড’ এবং ‘কোভ্যাক্সিন’-কে অনুমোদন দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানিয়েছেন, ‘দেশের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় । দেশকে কোভিড মুক্ত করতে এই পদক্ষেপ খুব জরুরি ছিল। সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের টিকায় ছাড়পত্র দিয়ে দেশকে স্বাস্থ্যসম্মত এবং করোনামুক্ত দেশ গড়ার রাস্তা সুগম করেছে। ধন্যবাদ সব গবেষক ও বিজ্ঞানীদের। এর দ্বারাই প্রমাণিত হয়, আমাদের দেশের বিজ্ঞানীরা আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে ইচ্ছুক।’
উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম ধাপে অগ্রাধিকার বিশেষে ৩ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এই পর্যায়ে ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি করোনা যোদ্ধাকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তারপর বয়স্ক এবং অন্য রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকাকরণ করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
Comments are closed.