পাক সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গের হদিশ নিরাপত্তারক্ষীদের
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের নাগরোটায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা কীভাবে কোথা দিয়ে ভারতে ঢুকে ছিল তার সন্ধান মিলল রবিবার। দিন দুয়েক আগে নাগরোটায় যে সংঘর্ষ হয়েছিল জঙ্গিদের সঙ্গে সেখান থেকে নিরাপত্তারক্ষীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান। সেই সূত্র ধরে সাম্বার কাছে তল্লাশি চালাতে গিয়ে সুড়ঙ্গের হদিশ মেলে।
বিএসএফের ইন্সপেক্টর জেনারেল এনএস জামওয়াল বলেন, “রবিবার সাম্বা সেক্টরের রিগ্যাল পোস্টের কাছে সুড়ঙ্গটির সন্ধান পাওয়া গিয়েছে; যা ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ মিটার পর্যন্ত ভিতরে।”
Comments are closed.