করোনার দ্বিতীয় ডোজ না নিয়েই চলে এল এসএমএস ও সার্টিফিকেট! চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ায়

নিজস্ব সংবাদদাতা : কোভিড প্রতিষেধকের প্রথম ডোজ নেওয়ার পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে দ্বিতীয় ডোজের জন্যে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার কিছুক্ষণের মধ্যেই চলে এল সার্টিফিকেট। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠল হাওড়ার আন্দুল রোডের কাছে আলমপুরে। পঞ্চাশোর্ধ্ব সমীর মাঝির জন্যে তাঁর কন্যা সোমবার সকালে দ্বিতীয় ডোজের জন্যে কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করেন। তাঁকে বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে আমতার একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিষেধকের জন্যে যেতে বলা হয়। তার কয়েক মিনিটের মধ্যেই ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার এসএমএস চলে আসে ও সার্টিফিকেটও এসে যায় বলে অভিযোগ।
হাওড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানান, ‘মূলত অ্যাপের সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। আগামীকাল বুধবার, তাঁকে ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সার্টিফিকেটের তারিখ বদল করার বিষয়ে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। তবে ওনার নামে অন্য কাউকে ভ্যাকসিন দেওয়া হয়নি।’
Comments are closed.