দ্বিতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন মহামেডান
অমিয় রায়
সোমবার বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে অপরাজিত দল হিসেবেই ট্রফি হাতে তুলল মহামেডান স্পোর্টিং ক্লাব। আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন তারা। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে (ISL) চলে যাওয়ায় আই লিগে একমাত্র দল হিসেবে কলকাতার প্রতিনিধিত্ব করবে।
সোমবার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল করতে পারেনি। তবে ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মহামেডান খেলোয়াড়, কর্তা এবং সমর্থকরা। কারণ শুধু দ্বিতীয় ডিভিশন আই লিগ জয় নয়, সাত বছর পর আই লিগের মূল পর্বে খেলবে সাদা–কালো ব্রিগেড। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের সভ্য–সমর্থকদের আনন্দ যেন এবার আরও বেশি। সব মিলিয়ে পাঁচ দলের মধ্যে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মহামেডান।
এদিন খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। সল্টলেক স্টেডিয়াম থেকে হয় শোভাযাত্রাও।
Comments are closed.