অক্টোবরের শুরুতেই ৩দিন বন্ধ শিয়ালদা উড়ালপুল
নিজস্ব সংবাদদাতা : অক্টোবরের শুরুতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন পাতার জন্য ৩দিন শিয়ালদহ উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল। অক্টোবরের ২, ৩ এবং ৪ তারিখ বন্ধ থাকছে সমস্ত রকম যান চলাচল। উত্তর ও মধ্য কলকাতা সংযোগকারী এই শিয়ালদা উড়ালপুল একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত স্থান। এ উড়ালপুল বন্ধ থাকলে শহর কলকাতায় ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সংলগ্ন অন্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, বিআরসিং হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শিয়ালদা বিগ বাজারের দিকে মেট্রোর লাইন পাতার কাজ সেরে নিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। বউবাজার এলাকায় সুড়ঙ্গ কাটার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়ছিল মেট্রো কর্তৃপক্ষকে তা যেন আর না ঘটে তাই জন্যই আগাম সতর্কতায় শিয়ালদা উড়ালপুল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.