করোনা সংক্রমণ না বাড়লে পুজোর পর স্কুল খোলার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : ‘পুজোর পর স্কুল খুলব। তৃতীয় ঢেউ বিপজ্জনক না হলে স্যানিটাইজ করে খোলা হবে। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।’ নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এখন বাংলায় পরিস্থিতি ঠিক রয়েছে। সংক্রমণ ১ শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। মহারাষ্ট্র, কেরলে সংক্রমণ বাড়ছে। তাই কাল কী হবে বলতে পারছি না। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।’
করোনার বৃদ্ধির ফলে ২০২০ সালের মার্চ মাস থেকেই স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পরবর্তীতে নির্দিষ্ট নবম ও দশম শ্রেণির ক্লাস চালু হলেও ফের বন্ধ হয়ে যায় পঠনপাঠন। এরপর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন পুজোর পর স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে। এদিন আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন পুজোর পর স্কুল খোলা হবে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।
Comments are closed.