Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

চার রাজ্যে বাস্তবায়িত হয়নি ‘আয়ুষ্মান ভারত’, নোটিশ জারি শীর্ষ আদালতের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না, এই অভিযোগে শুক্রবার ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি এবং পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিশ পাঠিয়েছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের বেঞ্চ। দেশের মোট ৫০ কোটি মানুষের জন্য সাড়ে ৬ হাজার কোটি টাকা বার্ষিক বরাদ্দ এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার, এমনটা জানিয়ে শীর্ষ আদালতে মামলা রুজু করেন পিরালা শেখর রাও নামে এক ব্যক্তি। তাঁর হয়ে মামলা রুজু করেন দুই আইনজীবী হিতেন্দ্রনাথ রাঠ এবং শ্রাবণ কুমার।

- Sponsored -

মামলাকারীর আইনজীবী হিতেন্দ্রনাথ রাঠ সুপ্রিম কোর্টে বলেন, “করোনা ভাইরাসের পরীক্ষা এবং চিকিৎসা-সহ বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় উপকার পান গরিব মানুষ।” মামলার আবেদনে আরও বলা হয়, “তেলাঙ্গানা, ওড়িশা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ ছাড়া সমস্ত রাজ্যের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায়।” এর ফলে এই চারটি রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের চালু করা স্বাস্থ্যবিমার সুবিধা পাচ্ছেন না, যা সংবিধানের ১৪ এবং ২১ নম্বর ধারার পরিপন্থী। মামলার আবেদনে বলা হয়, “স্বাস্থ্যবিমা না থাকা এবং সরকারি হাসপাতালে পর্যাপ্ত সুবিধা না পাওয়ার ফলে করোনার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে মোটা টাকা দিতে বাধ্য হচ্ছেন গরিব ও মধ্যবিত্ত মানুষ।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.