Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি’, ১ টাকা জরিমানা দিলেন প্রশান্ত ভূষণ

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

আদালত অবমাননার দায়ে জরিমানা হল বিশিষ্ট আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণের। অবমাননার শাস্তিস্বরূপ ১ টাকা জরিমানার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই জরিমানার ১ টাকা দিতে হবে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড অথবা ৩ বছরের জন্য আইনজীবী হিসেবে কোনও মামলায় অংশগ্রহণ করতে পারবেন না প্রশান্ত ভূষণ। নির্দেশ শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চের। রায় জানার পরই প্রশান্ত ভূষণ ট্যুইট করে জানিয়েছেন, ‘কৃতজ্ঞতার সঙ্গে আমি সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি। রায়ের পরেই আমার আইনজীবী এবং বহুদিনের সহকর্মী রাজীব ধাওয়ান ১ টাকা জরিমানা দিয়েছেন।’

- Sponsored -

এর আগে গত ২৭ জুন দু’টি ট্যুইট করেন প্রশান্ত ভূষণ। একটি ট্যুইটে তিনি লেখেন, ‘সরকারিভাবে জরুরি অবস্থা না থাকা সত্ত্বেও গত ৬ বছরে কীভাবে ভারতের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, তা খতিয়ে দেখার সময় সেই ধ্বংসে ইতিহাসবিদরা সুপ্রিম কোর্টের ভূমিকাকে বিশেষভাবে চিহ্নিত করে রাখবেন এবং আরও বিশেষ করে ভারতের শেষ চারজন প্রধান বিচারপতির ভূমিকা দেখবেন’। এর ঠিক কয়েক দিন বাদেই অন্য ট্যুইটে প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে লেখেন, ‘মাস্ক বা হেলমেট না পরেই নাগপুরের রাজভবনের এক বিজেপি নেতার ৫০ লাখ টাকার মোটরসাইকেল চালিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। সেই সময়, যখন তিনি সুপ্রিম কোর্টকে লকডাউন মোডে রেখে নাগরিকদের বিচার পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন।’

সুপ্রিম কোর্টে এই দু’টি ট্যুইট নিয়ে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত মামলা করেন মেহেক মাহেশ্বরী নামে এক আইনজীবী। এরই মধ্যে দেশের বিশিষ্ট আইনজীবী-সহ প্রাক্তন বিচারপতি এমনকী বুদ্ধিজীবীরা চিঠি লিখে প্রশান্ত ভূষণের পাশে দাঁড়িয়েছেন৷ প্রশান্ত ভূষণের হয়ে ১২২ জন আইনের পড়ুয়াও খোলা চিঠি লেখেন প্রধান বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি অরুণ মিশ্রকে। এত কিছুর পরও অনড় থাকেন শীর্ষ আদালতের বিচারপতিরা। মেহেক মাহেশ্বরীর করা সেই মামলায় গত ১৪ অগস্ট প্রশান্ত ভূষণকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত। তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সময় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ক্ষমা চাইতে রাজি না হয়ে এই প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়ে দেন, আদালত যে শাস্তি দেবে তা মাথা পেতে নেবেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.