Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

West Bengal DA Case: রাজ‍্যকে ডিএ বকেয়ার ২৫% মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

ডিএ মামলায় বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

দীপ দাশ : ডিএ মামলায় বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। মামলার পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে।

- Sponsored -

এদিন মামলার শুরুতেই বিচারপতি সঞ্জয় করোল রাজ্যের উদ্দেশে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে। এবার ৫০ শতাংশ ডিএ মিডিয়ে দিন।’ জবাবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘৫০ শতাংশ ডিএ মেটানো সম্ভব নয়। তাতে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে।” বিচারপতি পালটা বলেন, “আপনাদেরই কর্মচারি। অসুবিধা হওয়ার কথা নয়।” রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য।

উল্লেখ্য ২০২২ সালের ২০ মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরপর আদালতে বারবার মামলাটি উঠলেও শুনানি পিছিয়ে যেতে থাকে বারবার। একবার দুবার নয়, এর আগে ১৮ বার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply