Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব সংবাদদাতা: আপাতত রাজ্যের কোনও বিজেপি নেতার বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। রাজ্যকে নোটিশ দিয়ে নির্দেশ দিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। রাজ্যকে লিখিত নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, ‘২০২১ সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সরকার বিজেপির কোনও নেতার বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।’

- Sponsored -

মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে রাজ্য সরকার, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক থানায় বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। বিজেপি ‌ নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাদের বিরুদ্ধে এফআইআর করেছে রাজ্য পুলিশ। সেই এফআইআর-এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

শীর্ষ আদালত এই সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য হলফনামার মাধ্যমে জানতে চাইল দুই সপ্তাহের মধ্যে। পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে এই সময়কালে রাজ্যের কোনও বিজেপি নেতার বিরুদ্ধে দমনমূলক গ্রহণ করতে পারবে না। এই নির্দেশের ফলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং-সহ আরও অনেক বিজেপি নেতারা স্বস্তিতেই রইলেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.