দুঃস্থ মানুষজনদের উষ্ণতায় মুড়ল সাঁতরাগাছির সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ

শুভাশিস মণ্ডল
ফের দুঃস্থ মানুষজনদের পাশে দাঁড়াতে এগিয়ে এল সাঁতরাগাছির সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ। ১০ জানুয়ারি রবিবাসরীয় বিকালে স্থানীয় দক্ষিণপল্লি দুর্গা মণ্ডপে সমাজের পিছিয়ে পড়া মানুষজনদের শীতের হাত থেকে বাঁচতে উষ্ণতার আঁচ দিল সাঁতরাগাছির এই সমাজসেবী সংগঠন। করোনা আবহে সামাজিক বিধি মেনে এ দিনের অনুষ্ঠানে প্রায় ২৫০জন মানুষের হাতে তুলে দেওয়া হল কম্বল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট চিকিৎসক রথীন চক্রবর্তী, সমাজসেবী মহঃ জাভেদ কুরেশি, চিকিৎসক আশরাফুল ইসলাম, ফাদার সেবাস্তিয়ান, এল লাকরা-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এর আগে সাঁতরাগাছি সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা লকডাউন চলাকালীন এলাকার দুঃস্থ মানুষজনদের মধ্যে এক মাসব্যাপী দুপুরের খাদ্য সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ছাড়াও সাঁতরাগাছি সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ তাদের দফতরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি মানুষের যে কোনও সাহায্যে এক ডাকেই পাশে পাওয়া যায় এই সংগঠনকে।
অনুষ্ঠানে উপস্থিত হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট চিকিৎসক রথীন চক্রবর্তী তাঁর ভাষণে সাঁতরাগাছি সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের এই কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে আগামী দিনে এই সংগঠনের পাশে থাকার বার্তা দিয়েেছন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। সাঁতরাগাছি সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষজনেরা। পাশাপাশি কম্বল পেয়ে খুশি ২৫০জন দুঃস্থও।
Comments are closed.