Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

টানা বৃষ্টিতে জলবন্দি সাঁতরাগাছি, নিকাশি-ব্যবস্থাকেই দুষছেন এলাকাবাসীরা

নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে জল থই থই সাঁতরাগাছির বিস্তীর্ণ অঞ্চল। সাঁতরাগাছি স্টেশন চত্বর-সহ মন্দিরপাড়া, সুলতানপুর, রায়পাড়া, দেশবন্ধু কলোনি, ফরিদপুর ব্লক, পালপাড়া, ছোট্টদল ক্লাব সংলগ্ন এলাকা কার্যত বানভাসি অবস্থা। বুধবার রাত থেকে হওয়া বৃষ্টিতে বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে যাওয়ায় বাড়ির লোকেরা চরম সমস্যায় পড়েছেন। কোনওরকমে খাটের উপর উঠে দিন গুজরান করছেন অনেকে। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় টোটো, বাইক চালকরাও পড়েছেন সমস্যায়। টোটোর ইঞ্জিন ও বাইকের সাইলেন্সর পাইপে জল ঢুকে বিকল হয়েছে। এদিকে ফুলেফেঁপে উঠেছে সাঁতরাগাছি পাখিরালয় ঝিল-সহ আশপাশের আরও বেশ কয়েকটি ঝিল ও পুকুর।

- Sponsored -

সাঁতরাগাছি স্টেশন বিল্ডিংয়ের রাস্তাটি সম্পূর্ণ জলের তলায়। ভাসছে স্থানীয় দোকান ও বাজার। ঝিল সংলগ্ন বলরাম টি স্টলের মালিকের কথায়, ‘১৯৭৮ সালের বন্যার পরে আবার এমন ভাসল সাঁতরাগাছি। দোকানের ভেতর ও সামনে এত জল এক বৃষ্টিতে কল্পনা করতে পারছি না।’ ঝিলের দক্ষিণ পাশের রাস্তা ছাপিয়ে উঠে পড়েছে জল। ঝিলের কচুরিপানায় ঢেকে পড়েছে রাস্তা। এলাকাবাসীদের অভিযোগ, ‘জলনিকাশি ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় বৃহত্তর সাঁতরাগাছি ভেসে গেছে। প্রোমোটারি-রাজের ফলে মূল জলনিকাশী নালা বন্ধ হয়ে গেছে। একদিনের টানা বৃষ্টিতেই সাঁতরাগাছির এই হাল জানান দিচ্ছে আগামীতে আরও ভয়ঙ্কর চেহারা নেবে।’

এদিকে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে বেনারস রোড, লিলুয়া, পঞ্চাননতলা রোড, বেলিলিয়াস রোড, টিকিয়াপাড়া, রামরাজাতলা, জগাছা হসপিটাল রোড, দেশপ্রাণ শাসমল রোড, সালকিয়া, নস্করপাড়া রোড, ঘুসুড়ি ও মালিপাঁচঘড়ার বিস্তীর্ণ এলাকায় জল থইথই অবস্থা। ঘুসুড়ির টিএল জয়সোয়াল হাসপাতাল চত্বরও জলমগ্ন হয়ে যাওয়ায় রোগী ও তাঁদের বাড়ির লোকেরা চরম সমস্যায় পড়েন। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণ জানান, ‘অত্যধিক বৃষ্টির কারণেই কিছু জায়গায় জল জমেছে। তবে সেই জল দ্রুত সরাতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক জায়গাতেই কয়েক ঘণ্টার মধ্যে জল সরে গেছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.