Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তীতে পদযাত্রা সাঁতরাগাছির ইউনিটি গ্রুপের

শুভাশিস মণ্ডল

স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তীতে বিরাট শোভাযাত্রা সহকারে উদযাপন করল সাঁতরাগাছির ইউনিটি গ্রুপ। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় পদযাত্রা। এলাকার শতাধিক মা-বোন-সহ ছোট ছোট কচিকাঁচাদের সঙ্গে নিয়ে ইউনিটি গ্রুপ স্বামীজির ভাবধারা প্রচারে শামিল হয়। পদযাত্রা পরিক্রমণ করে মন্দিরপাড়া, ললিতমোহন কলোনি, সাহেবপাড়া, রেল কোয়ার্টার, সুলতানপুরের বিভিন্ন এলাকায়। পরে ললিতমোহন কলোনিতে ইউনিটি গ্রুপের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Sponsored -

ভারতবর্ষের অগ্রগণ্য হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দের বাণী ও কর্মসাধনা নিয়ে বক্তব্য রােখন সাঁতরাগাছি শ্রীরামকৃষ্ণ সংঘের অন্যতম পৃষ্ঠপোষক যিশুকৃষ্ণ দে-সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে ইউনিটি গ্রুপের পক্ষ থেকে পদযাত্রায় অংশগ্রহণকারীদের জলযোগের ব্যবস্থা করার সঙ্গে সমবেত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.