রক্তদান শিবিরের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা সংকল্প ফাউন্ডেশনের

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরে গঠিত হল আরও একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে রবিবার আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প ফাউন্ডেশন’। এদিন সকালে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাইস্কুলে সংকল্প ফাউন্ডেশন ও আলো ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। সমবেত অতিথির উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ডিসিসিআইয়ের সভাপতি আনন্দগোপাল মাইতি। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পোদ্যোগী মদনমোহন মাইতি। করোনা আবহে যখন রাজ্যের সবকটি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা তুঙ্গে তখন এধরনের মহতী অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করল ফাউন্ডেশন ও আলো ট্রাস্ট সংস্থা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক গোপাল সাহা, বিশিষ্ট চিকিৎসক কাঞ্চন ধাড়া, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপ ভুঁইয়া, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ ওঝা, শালবীথির সম্পাদিকা রীতা বেরা, জঙ্গলমহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র, নীলাম্বর ফাউন্ডেশনের সম্পাদক অভ্ৰজোতি নাগ, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক ও রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া, শ্রদ্ধা ফাউন্ডেশনের সম্পাদিকা সুস্মিতা পাল, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল, সমাজসেবী সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজসেবী নন্দিতা দে, কৃষ্ণা রায় প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বর্ষীয়ান সমাজসেবী রাজশ্রী মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংকল্পের পক্ষে রত্না দে। সংকল্পের পক্ষে গোটা অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সম্পাদিকা পারমিতা সাউ, কার্যকরী সভাপতি পিন্টু সাউ, সহ-সভাপতি সুব্রত দত্ত, ডিরেক্টর ড. শান্তনু পান্ডা, সদস্য সুদীপ্তা দে, ইন্দ্রদীপ সিনহা, নরোত্তম দে, রত্না দে প্রমুখ। পাশাপাশি এদিন সংস্থার লোগো উদ্বোধন হয়। লোগো উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পোদ্যোগী আনন্দগোপাল মাইতি। এদিন রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদান করেন।
Comments are closed.