Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনার প্রথম টিকা রাশিয়ার, বিশ্বকে আশ্বস্ত করে দাবি পুতিনের

বেঙ্গল ফাস্ট : প্রতীক্ষার অবসান। করোনা মহামারীর সংকটের মাঝে খুশির খবর শোনাল রাশিয়া। নির্ধারিত সময়ের একদিন আগেই ১১ অগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেল রাশিয়ার প্রতিষেধক। বিশ্বের অন্য দেশগুলিকে পিছনে ফেলে প্রথম করোনার টিকা তৈরির কথা ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রাশিয়ার এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই গোটা দুনিয়া জুড়ে হইচই পড়ে গেছে। আর যুগান্তকারী এই টিকার প্রথম ডোজ দেওয়া হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের শরীরে।

চলতি মাসেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী-সহ ফ্রন্ট লাইনার্সদের মধ্যে যাঁরা হাই-রিস্কে রয়েছেন তাঁদের দেওয়া হবে এই নয়া প্রতিষেধক। এরপর অক্টোবর মাস থেকে রুশ নাগরিকদের গণহারে এই প্রতিষেধক দেওয়া শুরু হবে। আগামী বছরের মধ্যে ওই টিকা বেশ কয়েক লক্ষ ডোজ তৈরি করা হবে বলেই রুশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

- Sponsored -

করোনার ভ্যাকসিন কে বাজারে আগে নিয়ে আসেব তার দৌড়ে রাশিয়ার পাশাপাশি ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। সে দৌড়ে তারাই এগিয়ে আছে বলে কয়েক সপ্তাহ আগেই দাবি করেছিল রাশিয়া। জুলাইয়ের শেষে রাশিয়া দাবি করে দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে করোনার টিকা বাজারে নিয়ে আসবে তারা।

রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের এপিডমিওলজি এবং মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা এই ভ্যাকসিন প্রস্তুত করেছেন। গত ১৪ জুন প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় মানবশরীরে। এরপর প্রথম দফায় স্বেচ্ছাসেবকদের গত ১৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়া হয়। দ্বিতীয় ভাগে ২০ জুলাই ছুটি দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের। রুশ চিকিৎসকদের দাবি তাঁদের প্রত্যেকের শরীরেই তৈরি হয়েছে অ্যান্টিবডি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.