কয়লা-কাণ্ড! মঙ্গলবার দেখা করবেন বলে সিবিআইকে চিঠি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা : সিবিআই নোটিসের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টের মধ্যে সিবিআইয়ের তদন্তকারীদের সঙ্গে কালীঘাটে নিজের বাসভবন শান্তিনিকেতনে দেখা করবেন বলে জানিয়েছেন রুজিরা। তবে ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে, তা জানেন না বলেই চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
রবিবার দুপুরে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে নোটিশ দেয় সিবিআই। কয়লা কাণ্ডে তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেয় সিবিআই। রবিবার সিবিআইয়ের আধিকারিকরা যখন অভিষেকের বাড়িতে যান, তখন ঘরে ছিলেন না স্ত্রী রুজিরা। সিবিআই আধিকারিকরা একটি ফোন নম্বর দিয়ে তাঁকে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর আজ সোমবার সিবিআই দফতরে চিঠি পাঠিয়ে মঙ্গলবার দেখা করবেন বলে জানান রুজিরা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, কয়লাপাচার-কাণ্ডে ইতিমধ্যেই একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কয়লা পাচারের মূলচক্রী অনুপ মাঝি ওরফে লালার টাকা কলকাতায় পৌঁছত বিনয় মিশ্র কিংবা নীরজ সিংয়ের মাধ্যমেই। তদন্ত করার সময় রুজিরার অ্যাকাউন্টে লেনদেন নিয়ে প্রশ্ন ওঠে। টাকার লেনদেন-সহ একাধিক বিষয়ে সাক্ষী হিসেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। দলে একাধিক মহিলা সিবিআই আধিকারিকদের থাকার সম্ভাবনা রয়েছে।
Comments are closed.