শারজায় বিরাট জয় আরসিবি-র, ধরাশায়ী কেকেআর
অমিয় রায়
শারজায় ‘বিরাট’ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারাল বিরাট কোহালির দল। ২০ ওভারে ব্যাঙ্গালোর করেছিল ২ উইকেটে ১৯৪ রান। রান তাড়া করতে নেমে কেকেআর থেমে গেল ১১২ রানে। এবি ডিভিলিয়ার্স খেললেন ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসে সাজানো ছিল পাঁচটি চার ও ছটি ছক্কা। ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট ও এবিডি ৪৯ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। আর ওই দুরন্ত পার্টনারশিপই ব্যাঙ্গালোরকে পৌঁছে দেয় ১৯৪ রানে।
আর এই রানের জবাব দিতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল কলকাতার। শুভমান গিল (৩৪), আন্দ্রে রাসেল (১৬) ও রাহুল ত্রিপাঠী (১৬) ছাড়া দু’ অঙ্কের রান করতে পারলেন না কেউ। অসহায় আত্মসমর্পণ করতে হল দু’বারের চ্যাম্পিয়নদের। সুনীল নারিনের বদলে আজ নেমেছিলেন টম ব্যান্টন। আইপিএলে তাঁর প্রথম ম্যাচ। নবদীপ সাইনির বল তাঁর ব্যাটে লেগে উইকেট ভেঙে দিল। মাত্র ৮ রানে ফেরেন ব্যান্টন। তিন নম্বরে নেমে নীতীশ রানাও (৯) ব্যর্থ। ওয়াশিংটন সুন্দর বোল্ড করেন তাঁকে। ক্রিজে জমে যাওয়া শুভমন গিল (৩৪) রান আউট হলেন। চহালের গুগলিতে ঠকে গিয়ে বোল্ড হলেন কার্তিক (১)। ওয়াশিংটন সুন্দর ফেরালেন মর্গ্যানকে (৮)।রাসেলের ক্যাচ ফেলেন পাড়িকল। ক্যারিবিয়ান অলরাউন্ডার জীবন ফিরে পাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন ঝড় তুলবেন রাসেল। কিন্তু মাত্র ১০ বলে দ্রুত ১৬ রান করে আউট হন তিনি।
Comments are closed.