Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইএসএলে মোহন-ইস্ট ডার্বি নিয়ে কী বললেন লাল-হলুদের নয়া কোচ ?

অমিয় রায়

কোচ হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। তিনি মুখ খুললেন মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে। তিনি জানান, “ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাস্থ্যকর। এই লড়াই ফুটবলারদের ও ক্লাবকে সাফল্য পেতে উজ্জীবিত করে। আমি ও আমার সহকারী টোনি গ্র্যান্টের এই ধরনের ডার্বি খেলার অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি এই ম্যাচ সমর্থকদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ। আইএসএলে হয়তো নতুন রূপে খেলবে দুই ক্লাব। কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের চিরকালীন লড়াইয়ের ইতিহাস আমরা জানি। দ্রুত এই পরিবেশের সঙ্গে একাত্ম হতে হবে।”

- Sponsored -

অন্যদিকে আইএসএলের অধিকাংশ দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অথচ শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের দল গঠনই সম্পূর্ণ হয়নি। যদিও তা নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন রবি ফাওলার। তিনি বলেন, “আমরা সকলেই জানি কাজটা কতটা কঠিন। অধিকাংশ দলই প্রস্তুতিতে নেমে পড়েছে। চুক্তি সংক্রান্ত কারণে আমাদের একটু দেরি অবশ্যই হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করব ভাল কিছু করার। সব ঠিক মতো  করতে পারলে মরসুমের শেষে সকলে মিলে পর্যালোচনার সুযোগ পাব, আমরা কতটা ভাল খেলেছি এবং সফল হয়েছি।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.