Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ধর্মঘটের সমর্থনে ১২ই জুলাই কমিটির পথসভা

নিজস্ব সংবাদদাতা: ধর্মঘটের সমর্থনে পথসভা হল মেদিনীপুরে। কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবি-সহ আরও অন‍্যান‍্য দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। তারই সমর্থনে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চক ও পঞ্চুর চকে পথসভার আয়োজন করা হয় শিক্ষক ও কর্মচারীদের যৌথ সংগঠন ১২ জুলাই কমিটির পক্ষ থেকে। এই পথসভা থেকে জণগনকে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

- Sponsored -

বক্তব্য রাখেন দেবাশিস চ‍্যাটার্জি, প্রণব দে, পল্লব সরকার, পাপিয়া চৌধুরী, কিরণ প্রামাণিক, শান্তনু হালদার, দুলাল দত্ত, প্রদ‍্যুৎ সরকার, মানস মিদ‍্যা-সহ ১২ই জুলাই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতৃত্ব অশোক ঘোষ-সহ অন্যান্যরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.