সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ফালাকাটা-ধূপগুড়ি জাতীয় সড়কে, মৃত ৫
নিজস্ব সংবাদদাতা : সোমবার সকালে ফালাকাটার বালাসুন্দর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। সকাল সাতটা নাগাদ ফালাকাটা-ধূপগুড়ি জাতীয় সড়কে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি ধাক্কা মারে একটি ছোট চারচাকা গাড়িকে। বাসের ধাক্কার অভিঘাত সামলাতে না পেরে ছোট গাড়িটি পড়ে যায় জাতীয় সড়কের পাশের একটি নয়ানজুলিতে। ছোটগাড়িতে থাকা ৫ জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন।
স্থানীয় সূত্রে খবর, ফালাকাটা-ধূপগুড়ি জাতীয় সড়কে এদিন ডুডুয়া সেতুর বাঁকে রাষ্ট্রীয় পরিবহণ নিগমের যাত্রীবাহী বাস ধাক্কা দেয় উল্টো দিক থেকে আসা ছোট গাড়িকে। সকালবেলা বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাসের ধাক্কায় ছোট গাড়িটি একেবারে দুমড়ে-মুচেড় যায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় মোট ৭ জনকে উদ্ধার করে পাঠানো হয় ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ছোট গাড়ির ৫ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৫ জনই একই পরিবারের লোকজন। শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। মৃত অভিজিৎ সরকার (৩৪), ঝুমা সরকার (২৮), হাবুল সরকার (৪০), বাসুদেব কর্মকার (৫০) ও প্রসেনজিৎ মহান্ত (২৯)-সহ জখম আরও ২ জন আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা।
Comments are closed.