৬নং জাতীয় সড়কে দুর্ঘটনা, গরু-ভর্তি লরি উল্টে মৃত ১, আহত বহু
অনুপ রায়
হাওড়া রানিহাটির কাছে ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। গরু-ভর্তি লরির চাকা ফেটে দুর্ঘটনা। মৃত এক, আহত বহু। দুর্ঘটনায় জাতীয় সড়কে চারিদিকে ছিটকে পড়ে গরুগুলি ছটফট করতে থাকে।
সাঁকরাইল থানা এলাকার রানিহাটি খাঁ পাড়ার কাছে গরুবোঝাই গাড়ির সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারের ধাক্কা মারে। গাড়িটি উলটে গেলে আহত হয় প্রায় ২০ জন। আহতদের মধ্যে ৪ জনকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেনারেল হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
Comments are closed.