মাদক-কাণ্ডে এনসিবির হাতে গ্রেফতার রিয়া চক্রবর্তী

জয়দীপ সেন
মাদক-কাণ্ডের তদন্তে নেমে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি। মঙ্গলবার বিকেলের পর তাঁর মেডিক্যাল টেস্ট করা হবে। তবে, তদন্তে সহযোগিতা করছেন রিয়া। তাই তাঁকে হেফাজতে রাখা হবে কিনা, তা বিবেচনা সাপেক্ষ। জানা গিয়েছে, গত তিনদিন ধরে টানা জেরায় একাধিক বলিউড তারকাদের নাম ফাঁস করেছেন রিয়া। গ্রেফতারির আগে এনসিবি তাঁকে মোট ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এই তদন্তে এখনও পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় নাম আছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্ত সিংয়ের প্রাক্তন হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।
এদিকে, রিয়ার গ্রেফতারির ঘটনা প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং। “ভগবান আমাদের সঙ্গে আছে”, ট্যুইটে লেখেন তিনি। অন্যদিকে, রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বিবৃতিতে লেখেন, “একজন মাদকাসক্ত ও মানসিক অবসাদগ্রস্তকে ভালোবাসার মূল্যই কি চোকাতে হবে রিয়াকে?” এনসিবি সূত্রে খবর, মাদকের যে যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, সেই ধারা মোতাবেক তাঁর সর্বাধিক একবছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ২০ হাজার পর্যন্ত জরিমানা হতে পারে।
Comments are closed.