Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভিডিয়ো কনফারেন্সে কথা বলতে চেয়ে এনআইএ-কে জানালেন পার্থসারথি

রূপম চট্টোপাধ্যায়

ভীমা কোঁরেগাও মামলার সূত্রে বৃহস্পতিবার মুম্বইয়ের এনআইএ দফতরে হাজির হতে বলা হয়েছিল বিজ্ঞানী-অধ্যাপক পার্থসারথি রায়কে। কিন্তু তিনি করোনার এই প্রবল আগ্রাসনের আবহে কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ গুরুত্বপূর্ণ গবেষণার কাজে লিপ্ত। একজন মলিকুলার বিজ্ঞানের কৃতি গবেষকের পক্ষে এখন মুম্বই গিয়ে এই মামলার সাক্ষ্য দেওয়া সম্ভব নয় বলেই তাঁর সতীর্থদের মত।

- Sponsored -

পার্থসারথি কখনও ঘটনাস্থলে যাননি এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্কও নেই। তবুও তিনি তদন্তে সব রকম সহযোগিতার কথা জানিয়ে চিঠি দিয়েছেন এএনআইএকে। তিনি আরও জানিয়েছেন মুম্বই যাওয়া সম্ভব না হলেও কল্যাণী থেকে তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারেন। যদিও এভাবে সমাজের প্রতিষ্ঠিত নানা স্তরের বুদ্ধিজীবীদের ভিন্নমত পোষণ করার জন্য হেনস্থা ও কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে মানবাধিকার সংগঠনের অভিযোগ অব্যাহত।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.