Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

উত্তরাখণ্ডে চলছে জোরকদমে উদ্ধারকাজ, সুড়ঙ্গে আটকে এখনও প্রায় ২০৬ জন

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় এখনপর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার। হিমবাহ ধসের পর তৃতীয় দিনেও জোরকদমে চলছে উদ্ধারকাজ। একজোটে কাজ চালাচ্ছে ইন্দো-তিবেটিয়ান সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, এসডিআরএফ ও অন্যান্য এজেন্সি। পাথর-বালিতে তপোবন টানেলের মুখ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সুড়ঙ্গে আটকদের বের করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। তাছাড়া টানেলের ভিতরে ব্যাপকভাবে অক্সিজেনের অভাব অনুভূত হচ্ছে।

- Sponsored -

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, টানেলের ১২০ মিটার ভিতরে ঢুকতে সফল হয়েছে উদ্ধারকারী দল। এখনপর্যন্ত সুড়ঙ্গে ২০৬জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে চামোলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ১৩টি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.