Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গ্রেফতার রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী, নিন্দায় গেরুয়া শিবির

নিজস্ব সংবদাদাতা : আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। ২০১৮ সালে ৫৩ বছর বয়সি ইন্টিরিওর ডিজাইনার তথা কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল অর্ণবকে। অন্বয় নায়েক ও তাঁর মা কুমুদ আলিবাগে আত্মহত্যা করেন। নায়েক সুইসাইড নোটে জানান যে, একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। যদিও রিপাবলিক টিভি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল।

বুধবার সকালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করতে যায় ১২ জনেরও বেশি মুম্বই পুলিশের অফিসার। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রায়গড়ে নিয়ে যাওয়া হয়। অর্ণবের গ্রেফতারিতে অন্বয় নায়েকের কন্যা আদন্যা জানিয়েছেন, ‘‘আমরা খুশি যে, অর্ণব গোস্বামী গ্রেফতার হয়েছেন। আমি পরিবারের দুই সদস্যকে হারিয়েছি। অর্ণবকে ই-মেল করে টাকা ফেরত দিতে বলা হয়েছিল। কিন্তু উনি বাবার সঙ্গে দেখা করেননি। অর্ণব গোস্বামীর মতো একজন প্রভাবশালী ব্যক্তি কীভাবে এসব এড়িয়ে যাচ্ছিলেন সেটা সবাই দেখুক। আমাদের উপর অনেক চাপ ছিল। অর্ণবের অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল।”

- Sponsored -

এদিকে অর্ণবের গ্রেফতারিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গ্রেফতারির প্রতিবাদ করেছেন অমিত শাহ, প্রকাশ জাভড়েকর, এস জয়শঙ্কর, স্মৃতি ইরানি থেকে গোটা গেরুয়া শিবির। পাশাপাশ প্রতিবাদে সামিল হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, “কংগ্রেস এবং সঙ্গীরা আরও একবার গনতন্ত্রকে লজ্জায় ফেলল। অর্ণব গোস্বামীর উপর আক্রমণ ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা। এটা আমাকে জরুরি অবস্থার কথা মনে করা হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করা হবে।”

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ট্যুইট করে বলেছেন, ‘মহারাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হামলার ঘটনার আমরা নিন্দা করছি। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন সংবাদমাধ্যমের সঙ্গে এই আচরণ করা হত।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.