সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : সঙ্কটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সোমবার রাতেই বাইপ্যাপ ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। প্রস্টেটে ক্যান্সার নতুন করে ছড়িয়ে পড়াতেই এই বিপত্তি, বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্লাজমা থেরাপিতে করোনা খানিকটা কাবু হলেও, পুরোনো ক্যানসার মাথাচাড়া দিচ্ছে বলে খবর। ইতিমধ্যেই ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে ক্যন্সার। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়। তাঁর স্নায়ু সংক্রান্ত সমস্যা একই রকম রয়েছে। এখনও কাটেনি আচ্ছন্নতা ও অস্থিরতা।
এদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে বেলভিউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাতেই অভিনেতার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়। জানা গিয়েছে, রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রেখেছেন এই বর্ষীয়ান অভিনেতাকে। চিকিৎসকরা তাঁকে আজ দুপুরেই ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছেন। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হওয়ার পর ৬ অক্টোবর বেলভিউতে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
Comments are closed.