চুয়াডাঙ্গা হাইস্কুলে জন্মদিনে কালাম স্মরণ
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ছিল প্রাক্তন রাষ্ট্রপতি ‘মিশাইল ম্যান” ভারতরত্ন এ পি জে আব্দুল কালামের জন্মদিন। স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে এক ঘরোয়া কর্মসূচিতে
স্মরণ করা হল তাঁকে।
এদিন কালামের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রধানশিক্ষক শুভেন্দু সিনহা, বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক সুকুমার পাত্র, চিকিৎসক সন্দীপ বাগ, বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক তাপস বর্মণ, সুদীপ কুমার খাঁড়া, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষিকা সুদেষ্ণা পাত্র, শিক্ষাকর্মী আনসারুল ইসলাম খান, পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান প্রমুখ। উল্লেখ্য কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন।
[15/10, 7 pm] SUBHASISH MANDAL: Remembering Kalam at Chuadanga High School
Comments are closed.