Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইনের পক্ষে সওয়াল কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতা : বর্তমান দুনিয়ায় মানুষকে বেশি নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে পারে ডিজিটাল মিডিয়া। তাই আরও বেশি সতর্ক থাকতে হবে। শীর্ষ আদালতে চলা এক মামলায় জানাল কেন্দ্রীয় সরকার। সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে চলা মামলায় কেন্দ্র সরকারের কৌঁসুলি বলেন, “হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপের সাহায্যে সহজেই বেশি মানুষের কাছে পৌঁছে যায় ডিজিটাল মিডিয়া। মানুষকে প্রভাবিত করার ক্ষমতা যেহেতু বেশি তাই আদালতকে আরও বেশি সতর্ক হতে হবে।”  কেন্দ্র চায় বৈদুতিন সংবাদমাধ্যমের আগে ডিজিটাল মিডিয়ার খবরের মান ও স্বচ্ছতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করুক সুপ্রিম কোর্ট।

- Sponsored -

একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিতর্কিত খবর প্রসঙ্গে দায়ের হওয়া মামলার শুনানিতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শুনানিপর্বে টিভি চ্যানেলগুলির খবরের সত্যতা ও মান নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কেন্দ্রের তরফে হলফনামায় জানানো হয়, প্রিন্ট বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনও খবর এলে যাচাই করে নেওয়ার সময় থাকে। কিন্তু ডিজিটাল মিডিয়ায় তা থাকেই না। কেউ যদি কোন খবর শেয়ার বা পোস্ট করে তার সত্যাসত্য জানতে জানতেই দ্রুত হারে জনমানসে ছড়িয়ে পড়ে। ফলে কোনও ভুয়ো খবরে বা উস্কানি দেওয়া খবরে রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে দাবি করে সরকার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.