Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জয়নগরে চাষের জমিতে মিলল আমেরিকান কচ্ছপ

মানালি মণ্ডল

আমেরিকার ‘রেড ইয়ার্ড ফ্লাইডার টরটোয়েস’ নামক এক বিশেষ প্রজাতির কচ্ছপ উদ্ধার হল দক্ষিণ ২৪পরগণায়। পরিবেশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কচ্ছপ যে-পুকুর বা খাল-বিলে থাকবে সেখানে অন্য কোনও মাছ, চিংড়ি-সহ অন্যান্য জলজ প্রাণীকে থাকতে দেয় না। ঘটনার সূত্রপাত জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়ায়। সকালে চাষের জমিতে বিরল প্রজাতির এই কচ্ছপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা অনিমেষ মণ্ডল। সঙ্গে সঙ্গেই কচ্ছপটিকে ধরে একটি বালতি রাখেন তিনি। কচ্ছপটিকে দেখার জন্য গ্রামের লোকেরা ভিড় জমায় অনিমেষ মণ্ডলের বাড়িতে। এরপর তিনি খবর দেন জয়নগর থানায়। খবর পেয়ে দ্রুত চলে আসে পুলিশ। কচ্ছপটির ছবি বনদফতরে পাঠালে জানা যায় এটি একটি বিরল প্রজাতির।

- Sponsored -

বনদফতরে খবর দেওয়ার সাথে সাথে অল্পক্ষণের মধ্যেই জয়নগর থানায় চলে আসেন বনকর্মীরা। থানা থেকে আমেরিকার ‘রেড ইয়ার্ড ফ্লাইডার টরটোয়েস’ প্রজাতির কচ্ছপটিকে বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মী স্বপন ভাণ্ডারী জানান, ‘এই প্রজাতির কচ্ছপ জলাশয়ে অন্যান্য প্রাণীদের ক্ষতি করে। তাই প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করে  কচ্ছপটিকে পৌঁছে দেওয়া হবে আলিপুর চিড়িয়াখানায়।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.